Tuesday, December 10, 2024
spot_img

হয়রানির অভিযোগে জিডি নাইকার

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে সামাজিকভাবে হয়রানি করার অভিযোগ এনে বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক আইডির বিরুদ্ধে শনিবার (৭ সেপ্টেম্বর) থানায় সাধারণ ডায়েরি করেছেন চিত্রনায়িকা শিরিন শিলা।

এই বিষয়ে শিরিন শিলা মিডিয়াকে বলেন, প্রথমে একটি টেলিভিশন চ্যানেল বিভিন্ন ধরনের মিথ্যা, বানোয়াট ও আজগুবি তথ্য দিয়ে আমাকে নিয়ে খবর প্রচার করে। এরপর ওই কনটেন্ট কপি করে অসংখ্য ফেসবুক পেজে আপলোড করা হয়। এটি একজন তারকার জন্য খুবই অসম্মানজনক ও মর্মান্তিক।

এ কারণেই প্রশাসনের সহায়তা চাওয়া হয়েছে ও সাধারণ ডায়েরি করেছেন তিনি।

শিরিন শিলার দাবি, প্রমাণ ছাড়া ওই চ্যানেল আমাকে নিয়ে আজগুবি ও ভুয়া তথ্য প্রকাশ করেছে। আমার চরিত্র নিয়ে কথা তুলেছে, চরিত্র নিয়ে নেতিবাচক খবর প্রকাশ করেছে। আমি নাকি নানা ধরনের অসামাজিক কাজের সঙ্গে জড়িত। দেশ ছেড়ে পালিয়ে গেছি। প্রমাণ ছাড়াই এমন নানা ধরনের মিথ্যা তথ্য প্রকাশ করেছে। যা আমাকে সামাজিকভাবে খুবই হেয় করা হচ্ছে। এতে আমার পরিবার ও আত্মীয়স্বজনের সম্মানহানি হয়েছে। এমন মিথ্যা খবরে একজন শিল্পীর জীবন বিপন্ন হতে পারে, ক্যারিয়ার ধ্বংস হতে পারে।

তিনি আরও বলেন, অসংখ্য পেজে এসব মিথ্যা খবর ছড়িয়েছে। এতে আমার ভক্ত-দর্শকের কাছে ভুল বার্তা যাচ্ছে। বিষয়টি এখন চরম পর্যায়ে চলে গেছে। এটি কোনোভাবেই মেনে নিতে পারি না। আমি যে কাজ করিনি, নানা রং মাখিয়ে কেন আমাকে জড়িয়ে এমন নিউজ করতে হবে। এসব কনটেন্টে লাখ লাখ ভিউ হয়েছে। এটি নিয়ে একধরনের ভিউ–বাণিজ্যও হচ্ছে।

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়