বিনোদন বাজার রিপোর্ট
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের থেকে হঠাৎ করেই ব্যবহারকারীদের আইডি স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে পড়েছে। পুনরায় পাসওয়ার্ড দিয়ে লগইন করতে গেলেও তা সম্ভব হচ্ছে না। এতে অনেকেই হ্যাক হয়েছে ভেবে আতঙ্কিত হয়ে পড়েন।
মঙ্গলবার (৫ মার্চ) রাত সোয়া ৯টা থেকে এ সমস্যা শুরু হয়।
তবে এটি নিয়ে এখনো ফেসবুক কর্তৃপক্ষ কোনো প্রতিক্রিয়া জানায়নি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডাউন ডিটেক্টর থেকে জানায যায় ফেসবুকে এই সমস্যা হয়েছে বিশ্বের সর্বত্র।
এছাড়া আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের ট্রেন্ডিং ফিডেও ফেসবুক সার্ভার ডাউনের বিষয়টি উঠে এসেছে।
এক্স এর একজন ব্যবহারকারী তোফায়েল ইসলাম লেখেন, হঠাৎ ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায়। দ্রুত পাসওয়ার্ড দিয়ে লগইনের চেষ্টা করেও পারিনি। কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। পরে আরও কয়েকজন থেকে জানতে পারি তাদেরও একই সমস্যা।