Friday, December 20, 2024
spot_img

স্বামীর অন্য নারীর সাথে সম্পর্ক, বিচ্ছেদ নিলেন নাতালি

বিনোদন বাজার রিপোর্ট

১১ বছরের সংসার জীবনে ইতি টানলেন অস্কারজয়ী অভিনেত্রী নাতালি পোর্টম্যান ও ফরাসি কোরিওগ্রাফার বেঞ্জামিন মিলপিয়ে। গত মাসে এই দম্পতির বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত হয়েছে।

বিচ্ছেদের কারণ সম্পর্কে জানা যায়, মিলপিয়ে অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়ানোর জন্যই দাম্পত্য জীবনে ফাটল ধরেছিল।

এর আগে ২০২৩ সালের জুলাই মাসে ফ্রান্সে বিচ্ছেদের আবেদন করেছিলেন নাতালি।

২০১২ সালে ক্যালিফোর্নিয়ায় এই দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

তাদের অ্যালেফ নামের ১২ বছর বয়সী এক ছেলে ও আমালিয়া নামের ৭ বছর বয়সী এক কন্যাসন্তান আছে।

২০১০ সালে ‘ব্ল্যাক সোয়ান’ সিনেমার সেটে প্রথমবার নাতালি পোর্টম্যান ও বেঞ্জামিন মিলপিয়ের দেখা হয়।

এই সিনেমাটিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর অস্কার জেতেন নাতালি।

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়