গতকাল সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ ১১ মার্চ সোমবার থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে বলে সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে খালিজ টাইমস জানিয়েছে। সে হিসেবে গতকাল রোববার রাতে তারাবির নামাজ শুরু হবার কথা।
রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে সৌদি আরবে চাঁদ দেখার খবর পাওয়া যায়। এদিকে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই মঙ্গলবার থেকে পবিত্র রমজান মাস শুরু করবে। ভৌগলিক অবস্থান এবং চাঁদ ওঠার কারণে অস্ট্রেলিয়া প্রায়ই বিশ্বের প্রথম দেশ হিসেবে রোজার তারিখ ঘোষণা করে থাকে।
রোববার অস্ট্রেলিয়ার ফেডারেল কাউন্সিল অব ইমামস, অস্ট্রেলিয়ান ফতওয়া কাউন্সিল ও ফতওয়া অ্যান্ড শরিয়া আরবিট্রেশন কাউন্সিলের সমন্বয়ে দেশটির গ্র্যান্ড মুফতি নিশ্চিত করেন যে, সোমবার হবে শাবান মাসের শেষ দিন। সেই হিসেবে মঙ্গলবার হবে রমজান মাসের প্রথম দিন।
যুক্তরাষ্ট্রের রোজা শুরুর দিনও জানা গেছে। ফিকহ কাউন্সিল অব নর্থ আমেরিকা’র (এসিএনএ) মতে, যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকার দেশগুলোতে অস্ট্রেলিয়ার একদিন আগেই অর্থাৎ সোমবার থেকেই রোজা শুরু হবে। উত্তর আমেরিকার দেশগুলোতে রোববার (১০ মার্চ) রাতে প্রথম তারাবি নামাজ অনুষ্ঠিত হবার কথা।
এদিকে বাংলাদেশে কবে রোজা শুরু হবে এ নিয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে আজ সোমবার (১১ মার্চ)। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির এ সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী ও কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান। সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।