Thursday, December 5, 2024
spot_img

‘সুলতান’ সিনেমায় সালমান খান ও আনুশকা শর্মার পারিশ্রমিকের পার্থক্য

বিনোদন বাজার রিপোর্ট 

বলিউড ভাইজান সালমান খান মানেই হিট সিনেমা। বলিউডের দুই তারকা সালমান খান ও আনুশকা শর্মা অভিনীত ২০১৬ সালের বক্স অফিসে অন্যতম সফল ছবি ছিল ‘সুলতান’। এই ছবির জন্য পরিশ্রম করে নিজের শারীরিক কাঠামো বদলে ফেলেছিলেন ভাইজান ওরফে সালমান খান। কারণ, ছবিতে তিনি একজন কুস্তিগিরের চরিত্রে অভিনয় করেছিলেন। এই ছবিতে সালমানের নায়িকা ছিলেন আনুশকা শর্মা।

তবে ব্যবসা সফল এই সিনেমায় সালমান-আনুশকার পারিশ্রমিকের পার্থক্য ছিল আকাশ-পাতাল।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে, ‘সুলতান’ ছবি তৈরির বাজেট হিসেবে প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস বরাদ্দ করেছিল ৯০ কোটি টাকা। তবে সে বছর বক্স অফিসে ছবিটি ৩০০ কোটি টাকার কিছু বেশি ব্যবসা করে। সারা বিশ্বে ছবির ব্যবসার অঙ্ক ৫০০ কোটি টাকারও বেশি হয়। কিন্তু এই ছবিতে সালমান ও আনুশকার পারিশ্রমিকের অঙ্ক অনেককেই অবাক করেছে।

সালমান খান ও আনুশকা শর্মা

ছবির জন্য সালমান কোনও নির্দিষ্ট পারিশ্রমিক নেননি। তিনি ছবির লভ্যাংশ থেকে পারিশ্রমিক দাবি করেছিলেন।  

অন্যদিকে, সেই সময় আনুশকা ছবির জন্য যে হারে পারিশ্রমিক নিতেন, তা বিচার করে একাধিক সূত্রের দাবি এই ছবির জন্য তিনি ৬ থেকে ৭ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। ছবি হিট হওয়ার পর যশরাজের তরফে সালমানকে নাকি পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়েছিল ১০০ কোটি টাকা। অঙ্ক বলছে, আনুশকার ছবির বাজেটের মাত্র ৬-৭ শতাংশ পারিশ্রমিক পেয়েছিলেন। তুলনায়, সালমানের পকেটে আসা পারিশ্রমিক বহুগুণে বেশি!

সালমান খান ও আনুশকা শর্মা

এই মুহূর্তে দক্ষিণী পরিচালক এ আর মুরুগাদসের সঙ্গে একটি নতুন ছবির ঘোষণা করেছেন সালমান। তবে সেই ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। অন্য দিকে সম্প্রতি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন আনুশকা। তাই ছবির কাজ থেকেও সাময়িক বিরতি নিয়েছেন অভিনেত্রী।

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়