সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান
বিনোদন বাজার রিপোর্ট
মহান বিজয় দিবস উপলক্ষে জনগণের উদ্দেশে ভাষণ দেবেন অস্থায়ী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় তার পরিবেশনা সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড।
প্রধান উপদেষ্টার প্রেস বিভাগ এ তথ্য জানিয়েছে।
সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান।
তখন প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন পূর্ব তিমোরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা সহ আরও কয়েকজন উপদেষ্টা এবং তিন সশস্ত্র বাহিনীর প্রধানরা। এছাড়াও বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথক বাণী প্রদান করেন।