Sunday, February 9, 2025
spot_img

শাহরুখ খানকে নাচার জন্য নিলেই দিতে হতো কোটি কোটি টাকা

বিনোদন বাজার ডেস্ক

অভিজাত কোনো পরিবারের বিয়ে বাড়িতে বলিউড সুপারস্টার শাহরুখ খানকে নাচার জন্য নিলেই দিতে হতো কোটি কোটি টাকা। 

এক সময়ে বিয়ে বাড়িতে গান গেয়ে ২০০ কোটি আয় করা এই তারকা, বর্তমানে আয়ের সেই খাত নাকি বন্ধ হয়ে গেছে। 

শিল্পপতি লক্ষ্মী মিত্তলের মেয়ের বিয়েতে নেচেছিলেন শাহরুখ। সেখানে প্রায় ৪ কোটি টাকা পেয়েছিলেন তিনি। ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রায় ২৫০টি অভিজাত বিয়ের অনুষ্ঠানে নেচে শাহরুখ খান ২০০ কোটি রোজগার করেছিলেন।

সম্প্রতি অনন্ত-রাধিকার বিয়ের আগের এই উদ্‌যাপনে নাচের তালে কোমর দোলাতে দেখা গিয়েছিল তাকে। সেজন্য নাকি শাহরুখ প্রায় ২ থেকে ৩ কোটি টাকা নিয়েছেন আম্বানি পরিবার থেকে।

গত বছর পরপর তিনটি হিট ছবি করেছেন শাহরুখ খান। কিন্তু গত বছর খান পরিবারের ওপর দিয়ে বয়ে গেছে ঝড়। মাদক-কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল শাহরুখ-পুত্র আরিয়ান খানকে। তারপর থেকেই চালচলন বদলেছেন শাহরুখ। 

সিনেমা ছাড়া খুব একটা জনসমক্ষে আসেন না। সম্প্রতি একটি অনুষ্ঠানে করন জোহর তাকে প্রশ্ন করেন, আজকাল আর বিয়ে বাড়িতে নাচতে দেখা যায় না কেন শাহরুখকে? 

তখন শাহরুখ খান বলেন, ‘আগে আমার জামাই সাজার বয়স ছিল, এখন যা বয়স শ্বশুর ভাববে লোকে। লোকের বিয়েতে নাচাটা ভালো দেখায় না এ বয়সে।’

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়