Thursday, December 26, 2024
spot_img

শাকিবের ‘তুফান’

বিনোদন বাজার রিপোর্ট

‘রাজকুমার’ সিনেমার শুটিং শেষ করে ‘তুফান’ সিনেমার শুটিং শুরু করবেন সুপাস্টার শাকিব খান। তবে এ সিনেমায় নায়িকা কে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবি: সংগৃহীত

শোনা যাচ্ছে, কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী হচ্ছেন শাকিব খানের ‘তুফান’ সিনেমার নায়িকা। আগামী মার্চে ভারতের রামোজিতে শুরু হবে সিনেমার শুটিং। ‘তুফান’ সিনেমাটি প্রযোজনা করছে আলফা আই, চরকি এবং পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ। তবে নায়িকা ইস্যুতে তিন প্রযোজনা প্রতিষ্ঠানের কেউই এখন পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি নন। রামোজি ফিল্ম সিটিতে সিনেমার জন্য বিশাল চারটি সেট তৈরি হয়েছে বলে জানান নির্মাতা। সেই সেটে তুলে ধরা হবে নব্বই দশকের বাংলাদেশকে। ছবিতে দেখা যাবে নব্বইয়ের দশকের গাড়ি, রেল, এমনকি রাস্তাঘাটও।

জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন শাকিব খানকে নিয়ে। আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে ‘তুফান’ সিনেমাটি।

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়