Saturday, December 14, 2024
spot_img

রাজধানীর বনশ্রীতে আবাসিক ভবনে আগুন

বিনোদন বাজার রিপোর্ট

রাজধানীর বনশ্রীতে একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে বনশ্রী সি ব্লকের ৩ নম্বর রোডে সভরিন স্কুলের পাশে একটি আবাসিক ভবনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে আমাদের কাছে সংবাদ আসে বনশ্রী ‘সি’ ব্লকের একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে কাজ করছে। বনশ্রী সি ব্লকে লাগা আবাসিক ভবনের আগুন বেলা ১ টা ১৫ মিনিটে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ ছাড়া হতাহতের সংবাদও পাওয়া যায়নি।

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়