Saturday, February 15, 2025
spot_img

রমজান উপলক্ষে মেট্রোরেলের নতুন সময় নির্ধারণ

বিনোদন বাজার রিপোর্ট

পবিত্র রমজান উপলক্ষে প্রথম রমজান থেকে নতুন সময়ে চলবে মেট্রোরেল। সেই সাথে ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। রমজানের প্রথম ১৫ দিন এই সময় সূচি অনুযায়ী ট্রেন চলাচল করবে বলে জানিয়ে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।

রবিবার (১০ মার্চ) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দেয়া এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রমজানের প্রথম ১৫ দিন উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টায়। আর মতিঝিল থেকে শেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে উত্তরার পথে ছেড়ে যাবে। ১৬ রোজা থেকে রমজান মাসের শেষ পর্যন্ত একঘণ্টা সময় বাড়বে।

তবে এ সময়ে পুরনো সময় অনুযায়ী পিক আওয়ার ও অফপিক আওয়ারে ট্রেন চলাচল করবে। অর্থাৎ পিক আওয়ারে ৮ মিনিট ও অফপিক আওয়ারে ১০ মিনিট পর পর ট্রেন ছাড়বে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সকল মেট্রো রেল স্টেশনে সকাল ৭টা ১৫ মিনিট থেকে রাত ৭টা ৫০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট বিক্রি চলবে। সর্বনিম্ন আট মিনিট থেকে সর্বোচ্চ ১২ মিনিট পরপর স্টেশন থেকে মেট্রো ট্রেন ছেড়ে যাবে।

রমজানে ইফতারের সময়সূচি ট্রেনের ডিজিটাল বোর্ডে প্রদর্শন করা হবে। ইফাতারের সময় ট্রেনে ও স্টেশন প্লাজায় পানি পান করা যাবে। এর বাইরে কিছু না খাওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়