বিনোদন বাজার রিপোর্ট
বলিউড সুপারস্টার শাহরুখ খানের নায়িকা হয়েই সিনেমায় অভিষেক করেছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সেটা ২০০৭ সালে, ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে। এরপর তারা বেশ কয়েকটি সিনেমায় জুটি বেঁধেছিলেন। হয়েছেন সফলও। এবার চমকপ্রদ খবর হলো, সম্প্রতি একটি জরিপে শাহরুখকে টপকে শীর্ষে জায়গা করে নিয়েছেন দীপিকা পাড়ুকোন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, গত এক দশকে যেসব ভারতীয় তারকাকে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে, তার ১০০ জনের একটি তালিকা প্রকাশ করেছে ইন্টারনেট মুভি ডাটাবেজ তথা আইএমডিবি। এতে এক নম্বরে আছেন দীপিকা।
ভারতীয় তারকাদের মধ্যে শীর্ষস্থান অর্জন করলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গত একদশকে আইএমডিবিতে ‘মোস্ট ভিউড’য়ে ভারতীয় তারকার খেতাব পেলেন তিনি।

আনন্দবাজার সূত্র জানায়, ২০১৪ থেকে ২০২৪-এ আইএমডিবির তালিকায় রয়েছে ১০০ জন তারকার নাম। এর মধ্যে যাকে সবচেয়ে বেশি মানুষ দেখেছেন, তিনি হলেন দীপিকা পা়ডুকোন
দীপিকার পর আইএমডিবির এ তালিকায় আরও রয়েছেন শাহরুখ খান, ঐশ্বর্য রাই, আলিয়া ভাট, আমির খান, সুশান্ত সিংহ রাজপুত, সালমান খান, হৃতিক রোশন ও অক্ষয় কুমার। কিন্তু সবাইকে অতিক্রম করে গেছেন দীপিকা পাড়ুকোন। অর্থাৎ বোঝাই যায়, দীপিকাকে নিয়ে তার অনুরাগীদের কৌতূহলের শেষ নেই।
দীপিকা এই নতুন খেতাব পাওয়ার পর তার অনুরাগীদের কৃতজ্ঞতা জানিয়েছেন। ভবিষ্যতে আরও ভালো কাজ উপহার দেওয়ার কথাও বলেছেন তিনি। আগামী মাসেই মুক্তি পাচ্ছে দীপিকার ‘কল্কি ২৮৯৮ এডি’। এ ছাড়া তার হাতে রয়েছে ‘সিংহম আগেন’।
দীপিকা পাডুকোনের অনুরাগীদের জন্য আরও একটি সুখবর। খুব শিগগিরই দীপিকার সংসারে আসতে চলেছে নতুন অতিথি।

উল্লেখ্য, ২০০৭-এ ‘ওম শান্তি ওম’ ছবি থেকে অভিনয়ের শুরু দীপিকা পাড়ুকোনের। এর আগে বেশ কয়েকটি মিউজ়িক ভিডিওতে কাজ করেছেন তিনি। তবে ‘ওম শান্তি ওম’-এর পর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক সফল ছবি রয়েছে তার ভাণ্ডারে। এমনকি হলিউডে গিয়েও নিজের জায়গা তৈরি করে এসেছেন অভিনেত্রী।
দীপিকার সফল ছবিগুলোর মধ্যে রয়েছে— ‘পিকু’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘রামলীলা’, ‘পদ্মাবৎ’, ‘তামাশা’, ‘ককটেল’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘পাঠান’, ‘জওয়ান’।