বিনোদন বাজার ডেস্ক
শুক্রবার রাতে সোশাল মিডিয়ায় এক পোস্টে মা হওয়ার খবর কলকাতার অভিনেত্রী ‘ঋ’। পোস্টে তিনি লিখেছেন “আমি এখন থেকে এক জন মা।”
প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের পর বেশ অনেক দিন ধরে একাই থাকেন অভিনেত্রী ঋ সেন। শুটিং, শরীরচর্চা নিয়েই সময় কাটান তিনি।
অনেক দিন দেখা যায়নি বড় পর্দায়। ওয়েব সিরিজ়েও খুব বেশি কাজ করেননি। বেশির ভাগ সময় তাঁকে ছোট পর্দায়ই দেখেন দর্শক।