Monday, January 6, 2025
spot_img

মারা গেছেন পর্দার প্রথম ‘জুলিয়েট’

বিনোদন ডেস্ক

মারা গেছেন পর্দার প্রথম ‘জুলিয়েট’খ্যাত ব্রিটিশ অভিনেত্রী অলিভিয়া হাসি। ২৭ ডিসেম্বর লন্ডনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর। খবরটি নিশ্চিত করেছে বিবিসি।

১৯৬৮ সালে মুক্তি পায় ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’। মাত্র ১৫ বছর বয়সে এই সিনেমায় অভিনয় করে বিশ্বব্যাপী পরিচিতি পান অলিভিয়া হাসি। জুলিয়েট চরিত্রে অভিনয়ের জন্য তিনি গোল্ডেন গ্লোব পুরস্কার জিতে নেন। সেরা নবাগত অভিনেত্রী হিসেবে তিনি এই পুরস্কার জেতেন।

উইলিয়াম শেক্সপিয়ারের নাটক অবলম্বনে নির্মিত ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ নির্মাণের পরিকল্পনার পর থেকেই প্রধান দুই চরিত্রে তরুণ কাউকে খুঁজছিলেন পরিচালক ফ্রাঙ্কো জেফিরেলি। একদিন তিনি মিস জোয়ান ব্রডির ‘প্রাইম’ নাটকের প্রদর্শনীতে যান। যেখানে ভেনেসা রেডগ্রেভের বিপরীতে অভিনয় করেছিলেন অলিভিয়া হাসি। মঞ্চে অভিনেত্রীর পারফরম্যান্সে মুগ্ধ হন জেফিরেলি। ১৫ বছর বয়সী অলিভিয়া হাসিকে এরপরই এ চরিত্রের জন্য প্রস্তাব দেন।

সিনেমায় ‘রোমিও’ চরিত্রে অভিনয় করেন ব্রিটিশ অভিনেতা লিওনার্ড হোয়াইটিং। তখন অভিনেতার বয়স ছিল ১৬ বছর। ১৯৬৮ সালের অস্কারে ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ সেরা সিনেমা, সেরা পরিচালকসহ চারটি ক্যাটাগরিতে অস্কারের জন্য মনোনীত হয়েছিল। সেবার সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা কস্টিউম বিভাগে অস্কার জয় করে সিনেমাটি।

অলিভিয়া হাসির ক্যারিয়ারে এই সিনেমা দারুণ ভূমিকা রাখলেও হাসি ও হোয়াইটিং তাদের প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট পিকচার্সের বিরুদ্ধে একটি মামলা করেছিলেন। তাদের দাবি, ১৯৬৮ সালে মুক্তি পাওয়া ছবিটির শুটিংয়ের সময় তাদের নগ্ন দৃশ্যে অভিনয় করতে বাধ্য করা হয়েছিলো।

বলা দরকার, জীবনের শেষের দিকে এসে অলিভিয়া হাসি কাজ করছিলেন ভয়েস আর্টিস্ট হিসেবে। বিশেষ করে ভিডিও গেম-এর ভয়েস ওভার দিতেন পর্দার প্রথম জুলিয়েট।

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়