Wednesday, February 5, 2025
spot_img

”বাবার মতো ছায়া কেউ দেয় না”-অভিনেতা জয়

বিনোদন বাজার ডেস্ক

অভিনেতা শাহরিয়ার নাজিম জয় অভিনয়ের পাশাপাশি উপস্থাপনার মাধ্যমে বেশ আলোচিত হয়েছেন। তবে সব ছাপিয়ে তার বড় গুণ হচ্ছে, তিনি কখনো কিছু লুকান না। নিজের ও অন্যের সম্পর্কে যা ভাবেন সেটি প্রকাশ করে দেন অকপটে। প্রয়োজনে প্রকাশ্যে ক্ষমা চাইতেও তিনি দ্বিধা করেন না।

কাজের পাশাপাশি স্যোশাল মিডিয়াতেও সবসময় সরব থাকতেই দেখা যায় এ অভিনেতাকে। সম্প্রতি জয় তার বাবাকে নিয়ে এক আবেগঘন পোস্ট করেছেন।

শেয়ার করা ছবিতে দেখা যায়, জয় তার দুই ছেলের সঙ্গে সোফায় বসে রয়েছে, পাশে রয়েছেন অভিনেতার বাবা। আরেকটি ছবিতে বাবা-ছেলে ক্যামেরাবন্দি হয়েছেন।

পোস্টে জয় লিখেছেন, বাবা হারানোর চার বছর। বাবার মতো ছায়া কেউ দেয় না। যেমন মায়ের মতো মায়া অন্য কেউ দিতে পারে না। আমার ছায়া নেই কিন্তু এখনো মায়া আছে। যাদের মায়া এবং ছায়া দুটোই নেই তারা বাঁচে কীভাবে?

জয়ের সেই পোস্টে কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন, আল্লাহ এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া সকল মা বাবাকে তুমি জান্নাত নসিব করিও, আমিন।

সম্প্রতি মুক্তি পেয়েছে নির্মাতা ও উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর ‘৮৪০’। সেখানে একটি চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়। 

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়