Tuesday, December 10, 2024
spot_img

বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে উদ্বোধন হচ্ছে ক্রিকেটের প্রথম মডুলার স্টেডিয়াম

বিনোদন বাজার রিপোর্ট

টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরুর আগে ভারতের বিপক্ষে ১ জুন একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। আর এই ম্যাচের মাধ্যমে উদ্বোধন হবে বিশ্বকাপের জন্য নবনির্মিত ক্রিকেটের প্রথম মডুলার স্টেডিয়াম।

নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নামের স্টেডিয়ামটি ১৫ মে উন্মুক্ত করেছে আইসিসি। এই সময় উপস্থিত ছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত দৌড়বিদ উসাইন বোল্ট।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের এই স্টেডিয়ামের গ্যালারিতে আসন আছে ৩৪ হাজার। এটি ক্রিকেটের প্রথম মডুলার স্টেডিয়াম।

মডুলার স্টেডিয়াম হলো, জরুরি ভিত্তিতে যখন কোনো মাঠ নির্মাণ করা হয় এবং যার খরচও কম।

৫ মাসের মধ্যে এই স্টেডিয়ামটি নির্মাণ করেছে আইসিসি। জানুয়ারিতে শুরু হয়েছিল কাজ। এরপর পুরো কাজ শেষ করে গত বুধবার হয়েছে উম্মোচন।

এটি ‘ড্রপ-ইন পিচ’ উইকেটের একটি মাঠ। মানে পিচটি নির্মাণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের অন্য একটি শহর ফ্লোরিডায়। এরপর এখানে এনে পিটটি শুধু বসানো হয়েছে।

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়