Tuesday, April 22, 2025
spot_img

বাংলাদেশের গ্র্যান্ড ইভেন্টে পারফর্ম করবেন পাকিস্তানের জনপ্রিয় গায়িকা আয়মা বেগ

বিনোদন বাজার রিপোর্ট

পাকিস্তানের জনপ্রিয় গায়িকা আয়মা বেগ ঢাকায় আসছেন। আগামী ১১ এপ্রিল তিনি ইয়ামাহা মোটরসাইকেলস বাংলাদেশের গ্র্যান্ড ইভেন্টে পারফর্ম করবেন। ইয়ামাহা বাংলাদেশের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

আয়মা বেগ ২০১৫ সালে একটি টেলিভিশন শোর মাধ্যমে সংগীত জগতে প্রবেশ করেন। এরপর ‘লাহোর সে আগে’ চলচ্চিত্রের গানের মাধ্যমে জনপ্রিয়তা পান। তার কণ্ঠে ‘ফিতুর’, ‘আইটেম নাম্বার’ ও ‘গ্রুভ মেরা’ গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

ইয়ামাহা বাংলাদেশের এই জমকালো আয়োজনে আয়মা বেগের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের সংগীতপ্রেমীরা সরাসরি তার গান উপভোগ করতে পারবেন।

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়