বিনোদন বাজার রিপোর্ট
পাকিস্তানের জনপ্রিয় গায়িকা আয়মা বেগ ঢাকায় আসছেন। আগামী ১১ এপ্রিল তিনি ইয়ামাহা মোটরসাইকেলস বাংলাদেশের গ্র্যান্ড ইভেন্টে পারফর্ম করবেন। ইয়ামাহা বাংলাদেশের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

আয়মা বেগ ২০১৫ সালে একটি টেলিভিশন শোর মাধ্যমে সংগীত জগতে প্রবেশ করেন। এরপর ‘লাহোর সে আগে’ চলচ্চিত্রের গানের মাধ্যমে জনপ্রিয়তা পান। তার কণ্ঠে ‘ফিতুর’, ‘আইটেম নাম্বার’ ও ‘গ্রুভ মেরা’ গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

ইয়ামাহা বাংলাদেশের এই জমকালো আয়োজনে আয়মা বেগের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের সংগীতপ্রেমীরা সরাসরি তার গান উপভোগ করতে পারবেন।