Friday, January 10, 2025
spot_img

বাংলাদেশি হিসেবে যে রেকর্ড গড়লেন তামিম ইকবাল

বিনোদন বাজার ডেস্ক

টি-টোয়েন্টিতে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এই এলিট ক্লাবে নাম লেখালেন তিনি। ২৭১ ইনিংস খেলে এই মাইলফলকে পৌঁছেছেন তামিম। যা ইনিংসের হিসেবে বিশ্বের অষ্টম দ্রুততম।

আজ রংপুরের বিপক্ষে খেলতে নামার আগে স্বীকৃত টি-টোয়েন্টিতে তামিমের নামের পাশে ছিল ৭ হাজার ৯৯৩ রান। মাইলফলক থেকে ৯ রান দূরে থেকে ব্যাটিংয়ে নামেন তামিম। রংপুর রাইডার্সের বিপক্ষে দেখে শুনে খেলার চেষ্টা করেছেন তিনি।

ইনিংসের পঞ্চম ওভারে শেখ মেহেদিকে চার মেরে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম। সময়ের সঙ্গে আক্রমণাত্মক ব্যাটিং করার চেষ্টা করেছেন তিনি। তবে ইনিংস বড় করতে পারেননি। একাদশ ওভারে কামরুল ইসলাম রাব্বির বলে মিড অফে ক্যাচ দেওয়ার আগে ৩৪ বলে করেছেন ৪০ রান।

লম্বা টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫২টি ফিফটি করেছেন তামিম। এই সংস্করণে বাংলাদেশের আর কোনো ব্যাটারের চল্লিশ বা তার চেয়ে বেশি ফিফটি নেই। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪টি ফিফটি মুশফিকুর রহিমের।

টি-টোয়েন্টিতে তামিমের সেঞ্চুরি সংখ্যা মোট ৪টি। এখানেও দেশসেরা তামিম। আর কোনো ব্যাটারের এত সেঞ্চুরি নেই। ২০১৯ সালের বিপিএলের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা ১৪১ রানের ইনিংসটি তার ক্যারিয়ার সেরা।

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়