Saturday, December 14, 2024
spot_img

বরিশালকে বুড়োদের দল বলায় ক্ষোভ ঝারলেন মুশফিক

বিনোদন বাজার রিপোর্ট

তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও আর মাহমুদউল্লাহ রিয়াদ এর সিনিয়র ক্রিকেটার থাকায় ফরচুন বরিশালকে বুড়োদের দল’ বলে ব্যঙ্গ করেছিলেন অনেকে। রংপুর রাইডার্সকে হারানোর পর তাদের রীতিমতো একহাত নিয়ে ছাড়লেন মুশফিকুর রহিম।

৩৮ বলে ৪৭ রানের হার না মানা ইনিংস উপহার দিয়ে বরিশালকে ফাইনালে তোলার নায়ক মুশফিক খেলা শেষে সংবাদ সম্মেলনে ক্ষোভ নিয়ে বলেন, ফরচুন বরিশালকে যারা বুড়োদের দল বলে বিদ্রুপ করেছিলেন, তারা ভুল বলেছিলেন।

মুশফিক মনে করেন, টি-টোয়েন্টি ফরম্যাটে বয়স্ক ও অভিজ্ঞ ক্রিকেটাররা কার্যকর নন বলে যারা ভাবেন ও বলেন, তারা ভুল করেন।

“টি-টোয়েন্টি ফরম্যাটে বরং বয়স্করা অনেক বেশি কার্যকর। কারণ এই ফরম্যাটে অভিজ্ঞতার দরকার অনেক বেশি। আমি জোর দিয়ে বলতে পারি এখনো অনেক তরুণের চেয়ে আমার ফিটনেস লেভেল অনেক ভালো। আমি তাদের অনেকের চেয়ে বেশি কার্যকর”, বলেন মুশফিক।

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়