দেশে বাড়ছে হিপহপ গানের জনপ্রিয়তা। তাই এর শিল্পিও বাড়ছে। আগে হিপহপ গান পাওয়া যেত শুধু পশ্চিমা শিল্পিদের। এবার দেশে আসল ‘হিপ হপ’ সং ‘টিপ টিপ’।
গানটি লেখা ও গেয়েছেন দ্য টিএক্স ও জুভেক্স বেলজি। সংগীত ও মিক্স-মাস্টারিং করেছে ডেডবানি।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বার্নাবি রেকর্ডস ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও উন্মুক্ত করা হয়েছে। এ গানের কথা-সুর থেকে শুরু করে মিউজিক, ভিডিও নির্মাণ সবেতেই পশ্চিমা হিপহপের ছোঁয়া রেখেছেন সংশ্লিষ্টরা।