Sunday, February 9, 2025
spot_img

পশ্চিমা গান বাংলায়

বিনোদন বাজার রিপোর্ট

দেশে বাড়ছে হিপহপ গানের জনপ্রিয়তা। তাই এর শিল্পিও বাড়ছে। আগে হিপহপ গান পাওয়া যেত শুধু পশ্চিমা শিল্পিদের। এবার দেশে আসল ‘হিপ হপ’ সং ‘টিপ টিপ’।

গানটি লেখা ও গেয়েছেন দ্য টিএক্স ও জুভেক্স বেলজি। সংগীত ও মিক্স-মাস্টারিং করেছে ডেডবানি।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বার্নাবি রেকর্ডস ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও উন্মুক্ত করা হয়েছে। এ গানের কথা-সুর থেকে শুরু করে মিউজিক, ভিডিও নির্মাণ সবেতেই পশ্চিমা হিপহপের ছোঁয়া রেখেছেন সংশ্লিষ্টরা।

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়