Wednesday, December 25, 2024
spot_img

পদ্মা সেতু হয়ে ঢাকা হতে খুলনা রুটে চালু হতে যাচ্ছে যাত্রীবাহী ট্রেন

বিনোদন বাজার রিপোর্ট

ঢাকা হতে খুলনার পদ্মা সেতু হয়ে নতুন রুটে চালু হতে যাচ্ছে নতুন আন্তঃনগর যাত্রীবাহী ট্রেন। রোববার (২৪ অক্টোবর) নতুন এই ট্রেনটি পরিচালনার পূর্বপ্রস্তুতি হিসেবে পরীক্ষামূলকভাবে ঢাকা হতে খুলনা অভিমুখে রওনা হয়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে খুলনা ও বেনাপোল রুটে নতুন এই আন্তঃনগর ট্রেনের উদ্বোধন করেছেন রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। 

উদ্বোধন করেছেন রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। 

নতুন ট্রেনের মধ্যে ৮২৫/৮২৬ নম্বর জাহানাবাদ এক্সপ্রেস ঢাকা-খুলনা ও ৮২৭/৮২৮ নম্বর রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা-বেনাপোল রুটে চলাচল করবে।

পাকশী বিভাগীয় রেলওয়ের ম্যানেজার (ডিআরএম) শাহ সুফি নূর মোহাম্মদ জানান, ১২ টি বগি নিয়ে সকাল ৯টা ১০ মিনিটে ঢাকার কমলাপুর থেকে ১০০ কিলোমিটার গতিতে যাত্রা শুরু করে ট্রেনটি। দুপুর ১টা ১০ মিনিটে খুলনা স্টেশনে এসে পৌঁছায়। এটি ছিলো ট্রেনটির পরীক্ষামূলক তৃতীয় ট্রায়াল।

রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন জানান,নতুন ট্রেনে ১২টি যাত্রীবাহী বগি থাকছে। এরমধ্যে এসি চেয়ার এবং এসি স্লিপার বগিও রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও শিডিউল পেলেই নতুন ট্রেন চলাচল শুরু করবে। 

এরই মধ্যে এই রুটের ট্রেনের ভাড়া নির্ধারণ করেছে বাংলাদেশ রেলওয়ে।

রূপসী বাংলা এক্সপ্রেস

রূপসী বাংলা এক্সপ্রেসে বেনাপোল থেকে ঢাকা শোভন চেয়ারের ভাড়া ৪৫৫ টাকা, স্নিগ্ধা ৭৫৫ টাকা, এসি সিট ৯০৫ টাকা, এসি বার্থ ১৩৫৫ টাকা। যশোর থেকে ঢাকা শোভন চেয়ারের ভাড়া ৪১০ টাকা, ৬৮৫ টাকা, এসি সিট ৮২০ টাকা, এসি বার্থ ১২৩০ টাকা। নড়াইল থেকে ঢাকা শোভন চেয়ারের ভাড়া ৩৭০ টাকা, স্নিগ্ধা ৬১৫ টাকা, এসি সিট ৭৪০ টাকা, এসি বার্থ ১১১০ টাকা।

লোহাগাড়া থেকে ঢাকা শোভন চেয়ারের ভাড়া ৩৫০ টাকা, স্নিগ্ধা ৫৮৫ টাকা, এসি সিট ৭০০ টাকা, এসি বার্থ ১০৫০ টাকা। কাশিয়ানী জংশন থেকে ঢাকা শোভন চেয়ারের ভাড়া ৩০৫ টাকা, স্নিগ্ধা ৫০৫ টাকা, এসি সিট ৬০৫ টাকা, এসি বার্থ ৯১০ টাকা। ভাঙ্গা জংশন থেকে ঢাকা শোভন চেয়ারের ভাড়া ২৬০ টাকা, স্নিগ্ধা ৪৩৫ টাকা, এসি সিট ৫২০ টাকা, এসি বার্থ ৭৮০ টাকা। এক্ষেত্রে শোভন চেয়ার ছাড়া অন্যান্য সিটের ভাড়ার সঙ্গে ভ্যাট যুক্ত হবে।

জাহানাবাদ এক্সপ্রেস

জাহানাবাদ এক্সপ্রেসে খুলনা থেকে ঢাকা শোভন চেয়ার শ্রেণির ভাড়া ৪৪৫ টাকা, স্নিগ্ধা ৭৪০ টাকা, এসি সিট ৮৮৫ টাকা, এসি বার্থ ১৩৩০ টাকা। নওয়াপাড়া থেকে ঢাকা শোভন চেয়ার শ্রেণির ভাড়া ৪১০ টাকা, স্নিগ্ধা ৬৮৫ টাকা, এসি সিট ৮২০ টাকা, এসি বার্থ ১২৩০ টাকা। সিঙ্গিয়া থেকে ঢাকা শোভন চেয়ারের ভাড়া ৩৯৫ টাকা, স্নিগ্ধা ৬৬০ টাকা, এসি সিট ৭৯০ টাকা, এসি বার্থ ১১৮০ টাকা। নড়াইল থেকে ঢাকা শোভন চেয়ারের ভাড়া ৩৭০ টাকা, স্নিগ্ধা ৬১৫ টাকা, এসি সিট ৭৪০ টাকা, এসি বার্থ ১১১০ টাকা।

লোহাগাড়া থেকে ঢাকা শোভন চেয়ার শ্রেণির ভাড়া ৩৫০ টাকা, স্নিগ্ধা ৫৮৫ টাকা, এসি সিট ৭০০ টাকা, এসি বার্থ ১০৫০ টাকা। কাশিয়ানী জংশন থেকে ঢাকা শোভন চেয়ার শ্রেণির ভাড়া ৩০৫ টাকা, স্নিগ্ধা ৬০৫ টাকা, এসি সিট ৫০৫ টাকা, এসি বার্থ ৯১০ টাকা।

ভাঙ্গা জংশন থেকে ঢাকা শোভন চেয়ার শ্রেণির ভাড়া ২৬০ টাকা, স্নিগ্ধা ৪৩৫ টাকা, এসি সিট ৫২০ টাকা, এসি বার্থ ৭৮০ টাকা।

ট্রেনের সময়সূচি

৮২৫ জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে সকাল ৬টায় ছেড়ে ৯টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ৮২৬ জাহানাবাদ এক্সপ্রেস ঢাকা থেকে রাত ৮টায় ছেড়ে ১১টা ৪০ মিনিটে খুলনায় পৌঁছাবে। ট্রেনটি নওয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী জংশন, ভাঙ্গা জংশন স্টেশনে থামবে।

৮২৮ রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে ছেড়ে দুপুর ২টা ৩০ মিনিটে বেনাপোল পৌঁছাবে। ৮২৭ রূপসী বাংলা এক্সপ্রেস বেনাপোল থেকে বিকেল ৩টা ৩০ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়