Saturday, December 14, 2024
spot_img

নন্দিত শিল্পী হাসিনা মমতাজ আর নেই 

বিনোদন বাজার রিপোর্ট

নন্দিত শিল্পী হাসিনা মমতাজ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৯ বছর। প্রখ্যাত এ কণ্ঠশিল্পীর মৃত্যুর খবর জানিয়েছেন গীতিকার সাফাত খৈয়াম।

শিল্পী হাসিনা মমতাজের মৃত্যুতে শোক প্রকাশ করে গীতিকার সাফাত খৈয়াম বলেন, ‌তিনি শুধু একজন গুণী শিল্পীই ছিলেন না, অসম্ভব ভালো মনের মানুষ ছিলেন। তিনি ভীষণ পরোপকারী মানুষ ছিলেন। তার মৃত্যুতে সংগীত ভুবন এক নক্ষত্রকে হারালো। এ শিল্পীর মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি।

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়