Thursday, December 26, 2024
spot_img

নতুন লুকে মিথিলার ‘ও অভাগী’ আসছে

বিনোদন বাজার রিপোর্ট

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ গল্প অবলম্বনে নির্মিত ‘ও অভাগী’ সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে রাফিয়াত রশীদ মিথিলাকে। অনির্বাণ চক্রবর্তীর পরিচালনায় নির্মিত সিনেমাটির ট্রেইলার ইতোমধ্যেই ইউটিউবে মুক্তি দেয়া হয়েছে।

এখানে মিথিলার লুক ও অভিনয় প্রশংসিত হচ্ছে নেটিজেনদের কাছে। এছাড়া ‘ও অভাগী’ সিনেমার টাইটেল সংটিও প্রকাশ করা হয়েছে। সেটানেও সাড়া ফেলে দিয়েছেন মিথিলা।

ও অভাগী সিনেমার শিরোনাম গান

প্রবীর ভৌমিকের প্রযোজনায় ‘ও অভাগী’ সিনেমায় দেখা যাবে ষাট-সত্তরের দশকের গ্রামীণ বাংলার পটভূমি। যেখানে ষোলো আর তিরিশ বছরের দুই লুকে অভাগীর চরিত্রে দেখা যাবে মিথিলাকে।

২৯ মার্চ ‘ও অভাগী’ সিনেমাটি ‍কলকাতায় মুক্তি দেওয়ার কথা রয়েছে।

ও অভাগী সিনেমার ট্রেইলার
- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়