Thursday, December 26, 2024
spot_img

তৃতীয়বারের মতো আইপিএলে চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)

বিনোদন বাজার রিপোর্ট

রোববার চেন্নাইয়ের মাঠে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো আইপিএলে চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)

ক্রিকেট থেকে অবসরে রাজনীতিতে অংশ নিয়ে সংসদ সদস্য হয়ে যান গৌতম গম্ভীর। আইপিএলের সদ্য শেষ হওয়া ১৭তম আসরে শুরুতে গম্ভীরকে কেকেআরের মেন্টরের দায়িত্ব দেন শাহরুখ খান। 

দায়িত্ব পাওয়ার পর দল গঠন থেকে শুরু করে আইপিএলের শিরোপা নিশ্চিত করা পর্যন্ত কঠোর পরিশ্রম করেন গৌতম গম্ভীর। রোববার চেন্নাইয়ের মাঠে ফাইনাল ম্যাচে সানরাইজার্সকে ১১৩ রানে অলআউট করে ৫৭ বল হাতে রেখে ৮ উইকেটের দাপুটে জয়ে শিরোপা নিশ্চিত করে কেকেআর। 

তৃতীয় শিরোপা জয়ের আগে এক অনুষ্ঠানে অংশ নিয়ে গৌতম গম্ভীর বলেছিলেন, ‘সমর্থকরা আমার হাসি দেখতে মাঠে আসে না, দলের জয় দেখতে আসে।’ রোববার দলকে  শিরোপা উপহার দিয়ে গৌতম গম্ভীর বুঝিয়ে দিলেন কথায় নয়, তিনি কাজে বিশ্বাসী।

শাহরুখ খানও গম্ভীরকে দলে এনে বলেছিলেন, ‘গম্ভীরের অভাব বোধ করছিলাম আমরা। অধিনায়ক থেকে মেন্টর হল ও। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে গম্ভীরের জুটি দেখার জন্য আমি মুখিয়ে আছি। ওরা হারতে জানে না। কেকেআরের জন্য ওরা ম্যাজিক তৈরি করবে।’

কলকাতায় ফিরে গম্ভীর বলেছিলেন, ‘আমি আবেগে ভেসে যাই না। কিন্তু এই ঘটনা আমার মধ্যেও আবেগ এনে দিয়েছে। আমি সেই জায়গায় ফিরে গিয়েছি, যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল। আমি শুধু কেকেআরে ফিরছি না। আমি কলকাতায় ফিরছি। জয়ের খিদে নিয়ে ফিরছি।’

এবারের আইপিএল শুরুর আগে গম্ভীর বলেছিলেন, ‘২৬ মে পর্যন্ত আমাদের থাকতে হবে। তার জন্য নিজেদের উজাড় করে দিতে হবে। সেটা আজ থেকেই সকলে শুরু করে দাও। আমাদের প্রত্যেককে এক রকম ভাবতে হবে। একসঙ্গে লড়াই করতে হবে। আমি বিশ্বাস করি, তাহলেই সাফল্য আসবে।’

কলকাতার এই শিরোপা জয়ে সবচেয়ে বড় অবদান এবং সবচেয়ে ভাগ্যবান গৌতম গম্ভীর। তার কল্যাণেই তিনবার আইপিএলের শিরোপা জিতল কেকেআর।

এদিকে ফাইনাল জিতে কত টাকার প্রাইজমানি পেয়েছে কলকাতা, তা জানার কৌতুহল রয়েছে ক্রিকেটভক্তদের। আসুন জেনে নেওয়া যাক, প্রাইজমানি হিসেবে কে কত টাকা পেল।

চ্যাম্পিয়ন কলকাতা প্রাইজমানি হিসেবে পেয়েছে ২০ কোটি ভারতীয় রুপি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৮ কোটি সাড়ে ২১ লাখ টাকা প্রায়। আর রানার্সআপ হায়দরাবাদ পেয়েছে ১২. ৫ কোটি ভারতীয় রুপি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৭ কোটি সাড়ে ৬৩ লাখ টাকা প্রায়।

শুধু কলকাতা-হায়দরাবাদই নয়। প্রাইজমানি পেয়েছে সেরা চারে ওঠা বাকি দুই দলও। তৃতীয় স্থানে থেকে আসর শেষ করা রাজস্থান রয়েলস পেয়েছে ৭ কোটি ভারতীয় রুপির প্রাইজমানি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৯ কোটি ৮৭ লাখ টাকা প্রায়।

আজ ইলিমিনেটর খেলে বাদ পড়া রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পেয়েছে ৬.৫ কোটি ভারতীয় রুপি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৯ কোটি সাড়ে ১৭ লাখ টাকা প্রায়।

এর মধ্যে সবচেয়ে বড় অংকের পুরস্কার পেয়েছেন কলকাতার সুনিল নারিন। আসরের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার হিসেবে ১২ লাখ রুপির প্রাইজ মানি পেয়েছেন তিনি।

সর্বোচ্চ রান সংগ্রহ (১৫ ম্যাচে ৭৪১ রান) করে ১০ লাখ রুপির প্রাইজমানি পেয়েছেন বিরাট কোহলি। সমান অর্থ পেয়েছেন সবার্ধিক উইকেটশিকারি (১৪ ম্যাচে ২৪) পাঞ্চাব কিংসের হার্শাল প্যাটেল।

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়