Friday, December 6, 2024
spot_img

চিত্রনায়িকা পূজা চেরির মা আর নেই

বিনোদন বাজার রিপোর্ট

ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পূজা চেরির মা ঝর্ণা রায় মারা গেছেন। রোববার (২৪ মার্চ) বেলা ১১টায় রাজধানীর নিজ বাসায় মৃত্যু হয়েছে তার। অভিনেত্রীর মায়ের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। তিনি বললেন, ‘ঝর্না আন্টি (পূজা চেরীর মা) আর নেই। সবাই উনার বিদেহী আত্মার জন্য দোয়া করবেন।’

এ প্রযোজক জানান, দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা অসুস্থতা ভুগছিলেন পূজা চেরির মা। এ অবস্থায় আজ রোববার বেলা ১১টার দিকে মৃত্যু হয়েছে তার।

বেশ কয়েক দিন আগে, মায়ের অসুস্থতার জন্য দোয়া চেয়ে ফেসবুকে পোস্ট দেন পূজা চেরি। অবশ্য তার কয়েক দিন পরে সবাইকে ধন্যবাদ দিয়ে জানান যে, মাকে বাসায় নিয়ে গেছেন। তারপর আজই এলো মৃত্যু সংবাদ।

মা ঝর্না রায় ছিলেন পূজার সারাক্ষণের সঙ্গী। সেই মাকে হারিয়ে ভেঙে পড়েছেন নায়িকা। তার মায়ের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে খুলনায়। সেখানেই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। মায়ের জন্য দোয়া চেয়েছেন পূজা।

২০১২ সালে মাত্র ১৪ বছর বয়সে ‘ভালোবাসার রঙ’-এ শিশুশিল্পী হিসেবে

২০১২ সালে ‘ভালোবাসার রঙ’-এ শিশুশিল্পী হিসেবে সিনেমায় আত্মপ্রকাশ করেন পূজা। ২০১৮ সালে ‘নূর জাহান’-এর মাধ্যমে বড় পর্দায় নায়িকা চরিত্রে আত্মপ্রকাশ করেন। একই বছর তিনি ‘পোড়ামন ২’ (২০১৮) সিনেমায় পরী চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান। সেই ধারাবাহিকতায় কাজ করছেন এখনও।প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে সিনেমায় আত্মপ্রকাশ করেন পূজা। এ ঈদে মুক্তির অপেক্ষায় আছে তার ‘লিপস্টিক’ সিনেমাটি

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়