Tuesday, December 10, 2024
spot_img

ক্লাব বিশ্বকাপের ফাইনাল হবে যুক্তরাষ্ট্রে, জানালো ফিফা

বিনোদন বাজার ডেস্ক

যুক্তরাষ্ট্রের মাটিতে সম্পূর্ণ নতুন আঙ্গিকে ২০২৫ সালে মাঠে গড়াবে ক্লাব ফুটবল বিশ্বকাপের আসর। যেখানে সর্বোচ্চ দলের অংশগ্রহণে বসবে আসন্ন এই আসর আর প্রথমবারের মতো অংশ নেবে ৩২টি দল। শনিবার (২৮ সেপ্টেম্বর) টুর্নামেন্টটির ভেন্যুগুলোর নাম ঘোষণা করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফাইনাল হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

৬ ফেডারেশন থেকে আসা ৩২ দল অংশ নেবে আসন্ন ক্লাব বিশ্বকাপে। সব মিলিয়ে খেলাগুলো অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ১২টি ভেন্যুতে। ভেন্যুগুলো হলো- নিউ জার্সি, মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম, ব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম, টিকিউএল স্টেডিয়াম, হার্ড রক স্টেডিয়াম, গিওদিস পার্ক, ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়াম, ইন্টার অ্যান্ড কো স্টেডিয়াম, লিঙ্কন ফিন্যান্সিয়াল ফিল্ড, অডি ফিল্ড, রোজ বোল স্টেডিয়াম এবং লুমিন ফিল্ড স্টেডিয়াম। 

আগামী বছরের ১৫ জুন পর্দা উঠবে ফিফা ক্লাব বিশ্বকাপের। ১৩ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টির। অংশগ্রহণ করতে যাওয়া ৩২ দলের মধ্যে ইউরোপ থেকে আসবে ১২, দক্ষিণ আমেরিকা থেকে ৬ এবং আফ্রিকা, এশিয়া, উত্তর-মধ্য আমেরিকা এই তিন মহাদেশ থেকে থাকছে ৪টি করে ক্লাব। বাকি দুই ক্লাবের একটি ওশেনিয়া অঞ্চলের, অপরটি স্বাগতিক যুক্তরাষ্ট্রের। ৩২ দলের মধ্যে ৩০ দল টুর্নামেন্টের টিকিট এরই মধ্যে কেটেছে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

আসন্ন এই টুর্নামেন্ট প্রসঙ্গে ফিফা সভাপতি বলেন, ‘এই নতুন ফিফা প্রতিযোগিতা বিশ্বব্যাপী ক্লাব ফুটবলে সত্যিকারের সংহতি এবং অন্তর্ভুক্তির সত্যিকারের এক উদাহরণ হয়ে থাকবে, যা আফ্রিকা, এশিয়া, মধ্য ও উত্তর আমেরিকা এবং ওশেনিয়ার সেরা ক্লাবগুলোকে নতুন বিশ্বকাপে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার শক্তিশালী ক্লাবগুলোর বিপক্ষে খেলার সুযোগ দিয়েছে। এটি বিশ্বব্যাপী ক্লাব ফুটবল এবং প্রতিভা বৃদ্ধিতে ব্যাপকভাবে প্রভাব ফেলবে।’

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়