Sunday, January 19, 2025
spot_img

কার সাথে প্রেম করছেন ইধিকা?

বিনোদন ডেস্ক

ইধিকার একের পর সিনেমা সফল হওয়ার সাথে বেড়েছে জনপ্রিয়তা, যা তার প্রতি আগ্রহ ও কৌতুহল তৈরি করেছে মানুষের মধ্যে। এতে উঠে আসছে তার ব্যক্তিগত বিষয়গুলো।

শোনা যাচ্ছে, টলিপাড়ার খ্যাতনামা ফটোগ্রাফার তথাগত ঘোষের সঙ্গে বেশি সময় কাটাচ্ছেন ইধিকা। সম্প্রতি তারা হিমাচলের ছিটকুলে একসঙ্গে বেড়াতেও গিয়েছিলেন। তবে একা নয়, তাদের সঙ্গী ছিলেন কিছু বন্ধু-বান্ধবও।

তাদের দু’জনের পাহাড়ের ওপর কাটানো বিভিন্ন মুহূর্তের ছবিগুলো দেখেই নানা গুঞ্জন শুরু হয়েছে। অধিকাংশ নেটিজেনেরই প্রশ্ন, কার সঙ্গে প্রেম করছেন ইধিকা? যদিও নিজের প্রেম নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি অভিনেত্রী।

এর আগে তথাগত ঘোষের সঙ্গে একাধিক অভিনেত্রীর নাম জড়িয়েছে। কিছুদিন আগে তার নাম অনুষা বিশ্বনাথনের সঙ্গে জড়িয়েছিল। তারও আগ, প্রিয়াঙ্কা সরকারের সঙ্গেও সম্পর্কের গুঞ্জন উঠেছিল। যদিও এ বিষয়ে কখনও তারা সরাসরি কিছু বলেননি। তথাগত এবং অনুষা একসঙ্গে বেশ কয়েকটি জায়গা ক্যামেরাবন্দি হয়েছেন।

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়