বিনোদন বাজার রিপোর্ট
‘আমাদের প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে’- শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’-এ শেখ হাসিনার চরিত্রে অভিনয় অভিনয় করা চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সিনেমাটির প্রচারণায় এমন মন্তব্য করেছিলেন। বলেছিলেন, তিনি শেখ হাসিনাকে মনে প্রাণে ধারণ করেন। শেখ হাসিনার মতো হতে চান।
তিনি আরও বলেছিলেন, শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের পর জীবনে আর কখনো অভিনয় না করলেও তার আফসোস থাকবে না।
৫ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে শেখ হাসিনার পতনের পর নেট দুনিয়ায় নুসরাত ফারিয়ার এসব মন্তব্য নিয়ে চলছে কড়া সমালোচনা ও ট্রল।
কেউ কেউ বলছেন, শেখ হাসিনার স্বৈরশাসন প্রত্যক্ষ করেও নুসরাত ফারিয়া তার মতো হতে চেয়েছেন, এর মানে হচ্ছে ফারিয়াও স্বৈরতন্ত্রের সমর্থক। গত এক মাস দেশে শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছেন, তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ তো দূরের কথা, একটা শব্দও করেননি এ নায়িকা।
বর্তমানে দেশের এই পরিস্থিতিতে বিদেশ থেকে হাসিমুখে ছবি দিতেই নেটিজেনদের তোপের মুখে পড়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। বেশকিছু ধরেই কানাডায় অবস্থান করছেন এই অভিনেত্রী। সেখান থেকেই দেশের খোঁজখবর রাখছেন ফারিয়া। এদিকে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে তোপের মুখে পড়েছেন তিনি। ছবিতে পার্কের মধ্যে দোলনায় চেপে হাসতে দেখা গেল নুসরাতকে।
ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আপনাদের কষ্ট লাঘব হোক, আশীর্বাদ নেমে আসুক’। এই ছবির কমেন্ট বক্সে একজন লেখেন, ‘প্রত্যেক মেয়ের মধ্যে একটা করে হাসিনা আছে এত বড় গালি দেওয়ার জন্য আপনাকে আয়নাঘরে রাখা হবে’। অপর একজন লেখেন, পালানোর বায়োপিকটা কে করবে? নুসরাত অবশ্য কটাক্ষের পাল্টা জবাব দেননি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন নুসরাত। বায়োপিকটি পরিচালনা করেন শ্যাম বেনেগাল। ছবির নাম ভূমিকায় অভিনয় করেন আরিফিন শুভ।