বিনোদন বাজার রিপোর্ট
‘আয়নাঘর’ নামটি এখন সবার মুখে মুখে। ভালো-মন্দ সব কিছুতেই এখন আয়নাঘরের উদাহরণ সকলের মুখে। এবার ‘আয়নাঘর’ নিয়ে ঢালিউডে বানানো হবে সিনেমা। এরই মধ্যে তিনজন নির্মাতা ‘আয়নাঘর’ নির্মাণের জন্য আগ্রহ প্রকাশ করেছেন। আরও অনেকে ‘আয়নাঘর’ নিয়ে কাজ করতে চান। এবার পর্দার ওই আয়নাঘরে নির্যাতিত হবেন কারা?
সংবাদমাধ্যম আল জাজিরা প্রথম ফাঁস করে বাংলাদেশের গোপন বন্দীশালা আয়নাঘরের কথা। দীর্ঘদিন সেখানে রেখে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে বহু বন্দীকে। আল জাজিরার তথ্যচিত্র ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ থেকে সেই নির্মমতার কাহিনি আজ ছড়িয়ে পড়েছে বিশ্বে। এবারে সেই ঘটনা নিয়ে চলচ্চিত্র নির্মাণে উদ্যোগী হচ্ছেন ঢাকার তিন নির্মাতা।
তিন নির্মাতার মধ্যে বদিউল আলম খোকন বানাবেন ‘ভয়ংকর আয়নাঘর’, জয় সরকারের ছবির নাম ‘আয়নাঘর’ এবং জাঁ-নেসার ওসমানের ছবির নাম ‘অন্ধকারের আয়নাঘর’। নিবন্ধিত নামগুলোয় ‘আয়নাঘর’ শব্দটি থাকলেও কথা বলে জানা গেছে, তিন নির্মাতার গল্পে রয়েছে ভিন্নতা।
পর্দার আয়নাঘরে কাদের নেওয়া হবে? অর্থাৎ নির্যাতনের শিকার হওয়ার অভিনয় করবেন কারা? এমন প্রশ্নের জবাবে চমৎকার সব গল্পের ধারণা নিয়ে কথা বলেছেন তিন নির্মাতা। তাদের কারও গল্পের সঙ্গে কারও গল্পের মিল পাওয়া যায়নি। তবে প্রত্যেকের মূল লক্ষ্য এক – মানুষের চোখের সামনে গোপন ওই নির্যাতনশালাকে জীবন্ত করে তোলা।
বদিউল আলম খোকনের ‘ভয়ংকর আয়নাঘর’
শাকিব খানকে নিয়ে ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘নাম্বার ওয়ান শাকিব খান’, ‘মাই নেম ইজ খান’ ছবিগুলো বানিয়েছেন খোকন। ঢালিউডে বাণিজ্যিক ধারার সিনেমার সফল এই নির্মাতা কি এই আয়নাঘরে নেবেন শাকিবকে? জানতে চাইলে খোকন বলেন, ‘এই মুহূর্তে সেটা বলা মুশকিল। শাকিবকেও আয়নাঘরে নিতে পারি। গল্পের প্রয়োজনে যে কোনো অভিনেতাকে নির্বাচন করতে পারি। আপাতত গল্প লেখা চলছে। সেখানে রাখা হয়েছে অনেকগুলো চরিত্র। গল্পটা লেখা শেষ হলে নিশ্চিত করব যে কাকে কাকে ছবিতে রাখা হবে।
এই নির্মাতা জানান, আপাতত দুটি চরিত্রের জন্য মিশা সওদাগর ও শিবা শানুকে তিনি মাথায় রেখেছেন। এ দুই অভিনেতাকে দিয়ে চরিত্র দুটি করানো হবে। তিনি বলেন, ‘কিন্তু এরা কোন ভূমিকায় অভিনয় করবেন, সেটা এখন বলা যাবে না। সেটা দর্শক সরাসরি পর্দায় দেখবেন।’
নির্মাতা আরও বলেন, ‘আমার ছবিতে আমি মানুষের কথা বলতে চেয়েছি, সেটাই বলে যাচ্ছি। সেই চিন্তা থেকেই গল্প লেখা হচ্ছে। আরও অনেক দিন আগে থেকে “আয়নাঘর” নিয়ে সিনেমা বানানোর কথা আমি ভেবে রেখেছিলাম। সেই মোতাবেক গবেষণা চলছিল। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সে জন্যই সিনেমার মাধ্যমে মানুষকে সচেতন করতে চাই।
জয় সরকারের ‘আয়নাঘর’
‘ইন্দুবালা’ দিয়ে ঢালিউডে খাতা খুলেছিলেন নির্মাতা জয় সরকার। জয় সরকার বলেন, ‘অনেক বাঁধার কারণে এতদিন সিনেমা তৈরি করতে পারিনি। নিজেকে গুছিয়ে নিয়ে অবশেষে আবারও বড়পর্দার জন্য প্রস্তুতি সম্পন্ন করেছেন তিনি। সিনেমা তৈরি করতে না পারলেও নাটক তৈরি করে গেছেন। সেগুলোয় অনেক সামাজিক মেসেজ ছিল এবং নাটকগুলো ব্যবসাসফলও হয়েছিল। জয় সরকার বলেন, ‘আমি সবসময় আমার কাজে মেসেজ রাখতে চাই। সেই ভাবনা থেকে আয়নাঘর তৈরি করতে যাচ্ছি।’ এই নির্মাতা আরও বলেন, ‘এখন রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। আশা করছি, স্বাধীনভাবে সিনেমা নির্মাণ করতে পারবো।
কে কে থাকছেন তার আয়নাঘরে? জয় সরকার বলেন, ‘এখনো চিত্রনাট্য হাতে পাইনি। সামনের মাসে পেয়ে যাব। এরপর বলতে পারবো। তবে সিনেমা বানানোর ভাবনা আসতেই আমার মাথায় এসেছিল কেয়া পায়েলের কথা। আজমেরি হক বাঁধনকেও ভেবেছিলাম। এখন আবার ভাবছি তাসনিয়া ফারিণকে। এ ছাড়া শতাব্দী ওয়াদুদ ও শ্যামল মাওলাকে নিয়েও ভেবেছি। তবে কাস্টিং এখনও চূড়ান্ত নয়। আবার প্রস্তাব দিলে তারা রাজি হয়ে যাবেন, সেটাও বলা যায় না।’
এই নির্মাতা জানান, বেশ কয়েকটি চরিত্র তার ভাবনায় রয়েছে। সেসব চরিত্রের জন্য বেশ কয়েকজন অভিনয়শিল্পীর সঙ্গে কথাও বলেছেন তিনি। তাদের প্রতিক্রিয়া জানিয়ে নির্মাতা বলেন, ‘ওই শিল্পীদের ভেতর এখনও ভয় কাজ করছে। অনেকেই কাজটা করতে রাজি হচ্ছেন না।’
জাঁ-নেসার ওসমানের ‘অন্ধকারের আয়নাঘর’
তিন নির্মাতার মধ্যে সবচেয়ে ব্যতিক্রম হবে জাঁ-নেসার ওসমানের আয়নাঘর। সেখানে কোনো চরিত্র নয়, বরং ওই নির্যাতনকক্ষগুলোই হবে ছবির মূল চরিত্র।
এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘আমার ছবিটি হবে একটি তথ্যচিত্র। সেখানে একজন নির্যাতিত ব্যক্তির বর্ণনায় দর্শক আয়নাঘর বিষয়টি দেখবেন।’ কবে নাগাদ ছবির কাজ শুরু হতে পারে? জানতে চাইলে তিনি বলেন, ‘শিগগিরই প্রযোজক ফিরবেন মালয়েশিয়া থেকে। তারপর আলোচনা, তারপর গিয়ে শুটিং।’ ছবির ঘরানা প্রসঙ্গে ধারণা দিতে গিয়ে এই নির্মাতা বলেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের বয়ানে দর্শক সিনেমাটি দেখবেন। তাদের মনে হবে, সত্য ঘটনা দেখছেন।’
‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ প্রকাশের পর থেকে আয়নাঘর নিয়ে সহজে কেউ মুখ খোলেনি। তবে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই গোপন নির্যাতনশালা নিয়ে সরব হয়ে উঠেছে মানুষ। এবার ওই নির্যাতনশালার ধারণা পর্দায় দেখবেন দর্শকেরা।