বিনোদন বাজার রিপোর্ট
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা মুস্তাফিজুর রহমান অনুশীলনের সময় মাথায় যে আঘাত পেয়েছিলেন, তা থেকে মারাত্মক কিছু ঘটেনি। তিনি বিপদমুক্ত আছেন বলে জানিয়েছে কুমিল্লার টিম ম্যানেজমেন্ট।
টিম ফিজিও জাহিদুল ইসলাম সজল জানান, ‘সিটি স্ক্যানের পর আমরা সন্তুষ্ট যে, এটা কেবলই বাহ্যিক ইনজুরি। অভ্যন্তরীণ কোনো রক্তক্ষরণ নেই। বর্তমানে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিজিও টিমের নিবিড় তত্ত্বাবধানে আছেন। তার ক্ষতে সেলাই লাগানো হয়েছে।’
রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে প্র্যাকটিস সেশনে ক্যারিবিয়ান ক্রিকেটার ম্যাথু ফোর্ডের বল ফিজের মাথায় আঘাত করে। এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।