Wednesday, December 4, 2024
spot_img

‘একটি খোলা জানালা’র পর্দা সরছে বুধবার

বিনোদন বাজার রিপোর্ট

ভিকি জাহেদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একটি খোলা জানালা’ ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ এ মুক্তি পাবে আগামীকাল বুধবার (৪ সেপ্টেম্বর)। এক ফেসবুক পোস্টে প্ল্যাটফর্মটি এমন তথ্য জানায়।

যদিও এটি মুক্তি পাওয়ার কথা ছিল গত ১৮ জুলাই। কিন্তু তখন দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় কনটেন্টের মুক্তি স্থগিত করে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ। অবশেষে আসছে স্বল্পদৈর্ঘ্য ছবিটি।

মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার এ চলচ্চিত্র এটি। দেখা যাবে, একের পর এক নার্স খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ার গল্প। এতে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ ও সালহা নাদিয়া সহ আরও অনেকে।

‘একটি খোলা জানালা’ স্বল্পদৈর্ঘ্য ছবিটির ট্রেইলার
- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়