বিনোদন বাজার ডেস্ক
শক্তিমান অভিনেতা আহমেদ রুবেল, যার পুরো নাম আহমেদ রাজিব রুবেল। আহমেদ রাজিব রুবেল ছিলেন একজন বাংলাদেশী থিয়েটার, টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেতা।
আহমেদ রুবেল ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তবে তিনি বড় হন ঢাকায়।
সেলিম আল দীনের “ঢাকা থিয়েটার” দলের মাধ্যমে তিনি তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি বাণিজ্যিক চলচ্চিত্রসহ মোট ছয়টি চলচ্চিত্রে অভিনয় করেন। তবে এরপরে চলচ্চিত্র ছেড়ে টেলিভিশন নাটকে অভিনয় করা শুরু করেন এবং সফল হন।
রুবেল তার কর্মজীবন শুরু করেন সেলিম আল দীনের একটি জনপ্রিয় জনপ্রিয় থিয়েটার দল ঢাকা থিয়েটার-এ। এরপর তিনি বাণিজ্যিক বাংলা সিনেমায় অভিনয় করেন এবং কয়েকটি সিনেমায় তিনি খল চরিত্রে অভিনয় করেন।
এরপরে তিনি আবার থিয়েটারে ফিরে আসেন এবং একটি থিয়েটার নাটক বনঘাসফুল-এ অভিনয় করেন। এসময় নাট্যপরিচালক আতিকুল হকের মাধ্যমে তিনি টেলিভিশন নাটকে অভিনয় করা শুরু করেন। তার অভিনীত প্রথম নাটক হল গিয়াস উদ্দিন সেলিমের স্বপ্নযাত্রা।
এরপর তিনি হুমায়ূন আহমেদের ঈদ নাটক পোকা-এ অভিনয় করেন, যেখানে তার অভিনীত ঘোড়া মজিদ চরিত্রটি জনপ্রিয়তা অর্জন করে।
তারপর তিনি একুশে টেলিভিশনের ধারবাহিক নাটক প্রেত-এ অভিনয় করেন। প্রেত নাটকটি মুহম্মদ জাফর ইকবালের একই নামের উপন্যাস হতে নির্মিত এবং এর পরিচালক ছিলেন আহির আলম। এই ধারাবাহিক নাটকটি অনেক জনপ্রিয় ছিল এবং এই নাটকে তার অভিনয় জাফর ইকবাল দ্বারা প্রশংসিত হয়।
এছাড়া তিনি হুমায়ূন আহমেদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র শ্যামল ছায়া সিনেমায় অভিনয় করেন।
নুরুল আলম আতিক পরিচালিত পেয়ারার সুবাস চলচ্চিত্রটি তার সর্বশেষ চলচ্চিত্র, যাতে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন।
তিনি প্রথমে বিয়ে করেছিলেন অভিনেত্রী তারানা হালিমকে। তবে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। পরে তিনি মনোয়ারা বেগম নামের একজন নারীকে বিয়ে করেন। তবে এই দম্পতির কোন সন্তান ছিল না।
৭ ফেব্রুয়ারি ২০২৪ মাত্র ৫৫ বছর বয়সে তিনি মারা যান।
Source: Wikipedia