Thursday, December 26, 2024
spot_img

আবার প্রেমে জড়িয়েছেন গায়িকা ডুয়া লিপা

বিনোদন বাজার ডেস্ক

এবার ব্রিটিশ অভিনেতা ক্যালুম টার্নারের সাথে প্রেমে মজেছেন গায়িকা ডুয়া লিপা। মাস ছয়েক আগে ক্যালুম টার্নার অভিনীত মাস্টার্স অন এয়ার সিরিজের প্রিমিয়ারে হাজির হয়েছিলেন ডুয়া লিপা।

সেখানে দুজন একসঙ্গে নাচেছেন। এর পর আরও বেশ কয়েকটি আয়োজনে একসঙ্গে হাজির হন তারা।

এর মধ্যে যুক্তরাজ্যের গ্লাস্টনবারি ফেস্টিভ্যালে একসঙ্গে দেখা গেছে তাঁদের। ডুয়া লিপার ছোট ভাই জিন লিপার এক ভিডিওতে দেখা গেছে, হাত ধরে হাঁটছিলেন ক্যালুম টার্নার ও ডুয়া। ডুয়ার কপালে আলতো করে চুমু দিয়েছেন প্রেমিক ক্যালুম।

এর মধ্যে ডুয়া প্রেমিকের সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন। এর আগে গায়ক আনোয়ার হাদিদের সঙ্গে প্রেম করেছেন তিনি। ২০২১ সালে সেই প্রেমে বিচ্ছেদের পর ফরাসি নির্মাতা রোমেইন গ্রাভরাসের সঙ্গে প্রেম করেছেন তিনি। সেই প্রেমে ইতি টানার পর ক্যালুম টার্নারের সঙ্গে প্রেম করছেন ২৮ বছর বয়সী এ তারকা।

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়