Saturday, February 15, 2025
spot_img

আজ অভিনেতা ফজলুর রহমান বাবুর জন্মদিন

বিনোদন বাজার রিপোর্ট

শোবিজের সবগুলি অঙ্গনে যার অবাধ পদচারণা তিনি হলেন অভিনেতা ফজলুর রহমান বাবু। আজ এই অভিনেতা ফজলুর রহমান বাবুর জন্মদিন ।

মঞ্চ, টিভি ও চলচ্চিত্র- সবখানেই তার অবাধ বিচরণ। সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। জাঁদরেল এই অভিনেতা অভিনয়ের পাশাপাশি গান গেয়েও প্রশংসা কুড়িয়েছেন। আজ এই বরেণ্য তারকার জন্মদিন। জন্মদিন প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‘সত্যি বলতে কী দেশের সার্বিক পরিস্থিতি ভালো নয়। এমন সময়ে নিজের জন্মদিন উদ্‌যাপন করার ইচ্ছেও নেই। তবে স্ত্রী-সন্তানদের নিয়ে ঘরোয়াভাবে দিনটি উদ্‌যাপন হয়তো করব।’

১৯৬০ সালের এই দিনে (২২ আগস্ট) ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন ফজলুর রহমান বাবু। ফরিদপুরে বাবার কর্মস্থল হওয়ার কারণে তার শৈশবের বেশির ভাগ সময় কেটেছে ওখানেই। ১৯৭৮ সালে ফরিদপুরের ‘টাউন থিয়েটার’-এর সঙ্গে অভিনয় সখ্য গড়ে ওঠে ফজলুর রহমান বাবুর। পরবর্তী সময়ে ‘বৈশাখী নাট্যগোষ্ঠী’-তে যোগদানের মাধ্যমে তিনি মঞ্চে অভিনয়জীবন শুরু করেন। ওই একই বছর বাবু প্রথমবারের মতো ‘ন্যাশনাল ড্রামা ফ্যাস্টিভাল’-এ অভিনয় করেন। এরপর ১৯৮৩ খ্রিষ্টাব্দে তিনি অগ্রণী ব্যাংকে চাকরিতে যোগদান করেন এবং বদলি হয়ে ঢাকায় আসেন। ঢাকায় এসে তিনি ‘আরণ্যক’ নাট্যদলের সঙ্গে যুক্ত হন এবং ‘পালা’, ‘পাথর’, ‘ময়ূর সিংহাসন’সহ বেশ কিছু মঞ্চনাটকে অভিনয় করে প্রশংসিত হন।

১৯৯১ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত কাজী নজরুল ইসলাম রচিত ‘মৃত্যু ক্ষুধা’ নাটকে অভিনয়ের মাধ্যমে, টিভিনাটকে অভিনয়জীবন শুরু করেন ফজলুর রহমান বাবু। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক: ‘এক্সট্রা আর্টিস্ট’, ‘মেহমান’, ‘হাউস নং ৯৬’, ‘নিকষিত’, ‘পাঞ্জাবীওয়ালা’, ‘৫১বর্তী’, ‘দৈনিক তোলপাড়’, ‘রঙের মানুষ’, ‘ঘরকুটুম’, ‘ব্যস্ত ডাক্তার’, ‘ঘটক পাখিভাই’, ‘হাটকুড়া’ প্রভৃতি। ফজলুর রহমান বাবুর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘দারুচিনি দ্বীপ’, ‘মনপুরা’, ‘বিহঙ্গ’, ‘স্বপ্ন ডানায়’, ‘বৃত্তের বাইরে’, ‘শঙ্খনাদ’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘অজ্ঞাতনামা’, ‘ঢাকা ড্রিমস’ ইত্যাদি।

তিনি ‘শঙ্খনাদ’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ও ‘ফাগুন হাওয়ায়’, চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে এবং ‘গহিন বালুচর’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ কৌতুকাভিনয়শিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এ ছাড়া তিনি একাধিকবার মেরিল-প্রথম আলো পুরস্কার, ডায়মন্ড-আরটিভি স্টার পুরস্কার, পদ্ম পুরস্কার এবং বাচসাস পুরস্কার পেয়েছেন। ফজলুর রহমান বাবু নাটক, চলচ্চিত্র এবং বিজ্ঞাপনচিত্র সব মাধ্যমেই সফল। তিনি ‘মনপুরা’ সিনেমার একটি গানেও কণ্ঠ দিয়েছেন। এ ছাড়া বেশ কয়েকটি একক অ্যালবাম প্রকাশ করেন। তার জন্মদিনে বিনোদন বাজারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়