Saturday, December 14, 2024
spot_img

আগামী (১৭ আগস্ট) থেকে মেট্রোরেল চলাচল শুরু হবে

বিনোদন বাজার রিপোর্ট

রাজধানী ঢাকার মেট্রোরেল চালুর নির্দেশনা পেয়েছে কর্তৃপক্ষ। শনিবার (১৭ আগস্ট) থেকে যাত্রী নিয়ে মেট্রোরেল চলাচল শুরু হবে। এর আগে এখন মেট্রোরেল ব্যবস্থার নানা দিক পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।

তবে ক্ষতিগ্রস্থ মিরপুর-১০ ও কাজীপাড়ার স্টেশন দুটি মেরামত না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

রোববার (১১ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সহিংসতায় কিছু দুর্বৃত্ত ওই স্টেশন দুটিতে ভাঙচুর চালায়।

শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে গত ১৮ জুলাই মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়